বাঘায় বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: জুলাই ২৪, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াত এবং সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুলাই) ও মঙ্গলবার (২৪ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এ্যাড, ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আবদুল লতিফ, রবিউল ইসলাম মেম্বর, মশিউর রহমান, সাবদুল ইসলাম, সাব্দারুল হোসেন, মোস্তাফিজুর, আবদুস সালাম, জামায়াত সমর্থক শহিদুল ইসলাম।
১৮ জুলাই বাঘা থানার এসআই শাহ নেওয়াজ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৪৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে তাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত গোপন বৈঠক করছিল। এ অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ