সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বাঘা উপজেলার রুস্তমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হরিরামপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও মোকিম উদ্দিনের ছেলে সেলিম রেজা (২৬)।
জানা গেছে, র্যাব-৫ এর একটি দল মঙ্গলবার রুস্তমপুর গরুহাট সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসায়।
সেলিম ও তরিকুল মোটর সাইকেল নিয়ে আড়ানী বাজার থেকে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছিলে। এ সময় সন্দেহ হলে তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়
। আটক সেলিম ও তরিকুল এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় তারা দীর্ঘদিন পার্শবর্তী দেশ থেকে বিদেশী পিস্তল ও গুলি এনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তাদের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করেন।