বাঘায় বিদেশে আম রপ্তানির চুক্তিবদ্ধ চাষি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: মে ১৬, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় বিদেশে আম রপ্তানির চুক্তিবদ্ধ চাষি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার বিনোদপুর গ্রামের একটি আম বাগানে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসএমআর এগ্রোটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষিবিদ আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব এর চেয়ারম্যান মো. রইছ উল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা,

রাজশাহী জেলা দায়রা জজের বিচারক মো. এনায়েত কবির , প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফাইসাল কবির, বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

উল্লেখ, বাঘা উপজেলার আম ১২ বছর থেকে রাশিয়া, হংকং, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট, ইংল্যান্ড, কানাডা ও সুইজারল্যান্ডসহ আটটি দেশে আম রপ্তানি হয়ে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ