সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৫) নামের এক মাছ চাষির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শফিকুল ইসলাম বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের সুরাপ আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বসন্তপুর বিলে ইমান সরকারের ছেলে আবু হোসেনের পুকুর লিজ নিয়ে শফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছিলেন। পুকুরে পানি দিতে গিয়ে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের সমস্যা দেখা দেয়। সে নিজে সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুায়াতি হয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়।
এ বিষয়ে বড়ছয়ঘটি গ্রামের সমাজ প্রধান ফজল মিয়া বলেন, দীর্ঘদিন থেকে শফিকুল ইসলাম পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে। ওইদিন সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের সমস্যা হলে সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুায়াতি হয়ে মারা গেছে।