শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপজেলা শাখার ম্যানেজার বিধান চন্দ্র সরকারকে মারপিট করে ২ লক্ষ ৫০ টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাঘা বাজারের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা রগছে, চন্ডিপুর থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বাঘা উপজেলা শাখার ম্যানেজার বিধান চন্দ্র সরকার ও কর্মচারী অশোক সরকার বাবু ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে একটি মোটর সাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। তারা বাঘা বাজারের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে দূর্বৃত্তরা লোহার রড, চাইনিজ কুড়াল নিয়ে তাদের পথরোধ করে অতর্কিত মারপিট শুরু করে টাকা ছিনতাই করে নেয়।
তাদের মারপিটে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন। এ ঘটনার সাথে জড়িত দক্ষিন মিলিক বাঘা গ্রামের জামিনী রায় ও তার ছেলে অন্তর রায়কে আসামী করে ম্যানেজার বিধান চন্দ্র সরকার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাঘা থানার ওসি আবু সিদ্দিক, এ বিষয়ে একটি অভিযোগ দাযের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।