রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার আরিফ হোসেন নামের এক যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে রাজশাহীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আরিফ হোসেন বাজুবাঘা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও চন্ডিপুর গ্রামের বাসিন্দা। বুধবার স্থানীয় চন্ডিপুর বাজার থেকে সন্ধ্যায় তাকে বাঘা থানার পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে বাঘা থানার এসআই ও মামলার তদন্ত অফিসার রবিউল ইসলাম বলেন, ১৭ জানুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। এর অভিযোগে আরিফ হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।