রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:ব্র্যাকের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম চন্দন (৪৯) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভাড়া বাড়িতে হার্ডস্টোকে তিনি ইন্তেকাল করেন। তিনি ব্র্যাকের চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ব্র্যাক ম্যানেজার বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর মহল্লার আমজাদ হোসেনের ছেলে। মৃত্যুকালে তার স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, বাবা, ৩ ভাই ও ২ বোন রেখে গেছেন। বুধবার দুপুর আড়াইটায় জানাজা নামাজ শেষে গোচর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।