শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ভাঙ্গারি ব্যবসায়ী লোকমান হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) রাতে ঝিনা গ্রামের এই ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ি থেকে ৪০ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে।
জানা গেছে, লোকমান হোসেন রোববার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত ১টার দিকে সোহাগ হোসেন ও আসাদুল হোসেন বাড়ির বাইরে ডেকে কিছু লোহার রড় কিনতে বলেন। এতে সে রাজি না হওয়ায় ধারালো চাকু ও লোহার রড় দিয়ে হামলা করা হয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোহাগ হোসেন ও আসাদুল হোসেনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে লোকমান হোসেনের স্ত্রী পারভীন বেগম বলেন, চোরাই করা লোহা রড় ক্রয় করার জন্য আসেন সোহাগ ও আসাদুল। এগুলো কিনতে রাজি না হওয়ায় তারা মারপিট করে আমার স্বামীকে। এতে দুইটি ক্ষতস্থানে ২০টি শেলাই দেওয়া হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ তদন্ত (ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।