বাঘায় ভাতিজার হাত ধরে এসে ভোট দিলেন ১০৮ বছরের বৃদ্ধ

আপডেট: জুন ৫, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় লাঠির উপর ভর করে ভাতিজার হাত ধরে এসে ভোট দিলেন ১০৮ বছরের বৃদ্ধ আবদুল জলিল। বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে তিনি ভোট দেন। বৃদ্ধ আবদুল জলিল আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জোতরঘু গ্রামের মৃত তফির প্রামানিকের ছেলে।

অপরদিকে বেলা ১১টার দিকে ৮২ বছরের বৃদ্ধা রাহাতন বেওয়া ভোট দেন। তিনি জোতরঘু গ্রামের সেরু প্রামানিকের স্ত্রী। তারা দু’জনই ভাতিজা ইসলাম হোসেনের সাথে এসে ভোট দেন।

জানা গেছে, রাহাতন বেওয়ার স্বামী সেরু প্রামাণিক ২০ বছর আগে মারা যান। এরপর থেকে বৃদ্ধা তার বড় ছেলের সঙ্গে থাকেন। জীবনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার সে ভোট দিয়েছেন, তার হিসাব মনে নেই। সামনের নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা-এ প্রশ্নর উত্তর দিতে পারেননি তারা।

তাদের ভাতিজা ইসলাম হোসেন বলেন, আমার চাচা আবদুল জলিল ও চাচি রাহাতন বেওয়া লাঠির উপর ভর দিয়ে কোনমতে চলাঠেরা করতে পারে। তারা চোখেও কম দেখেন। বাড়ির বাইরে গেলে অন্যের সাহায্য নিয়ে যান। তাদের ইচ্ছায় ন্দ্রে ভোট দিতে এসেছি। তারা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

এ বিষয়ে আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার আবদুল আওয়াল বলেন, এখানে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬১৩ এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৭৯৩ জন। নারী ২ হাজার ৮৪৫ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৫ দশমিক ১৫ ভাগ। এ কেন্দ্রে কনেক বয়স্ক মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে আবদুল জলিল ও রাহাতন বেগম তাদের ভতিজার সাথে এসে ভোট দিয়ে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ