বাঘায় ভোটার হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি


‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেবো’-এ প্রতিপাদ্য সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুরতানা ডলি। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম, বাঘা থানার অফিসার ইনচার্জ আফম আসাদুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম বলেন, ভোটার হতে হলে ২০০৮ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করতে হবে। এর সাথে লাগবে ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি, পিতা-মাতার এনআইডির ফটোকপি, এসএসসি/দাখিল/সমমান/অষ্টম শ্রেণি পাশের সনদের কপি। সোমবার (২০ জানুয়ারী) থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ