বাঘায় মাজার জিয়ারত করলেন এমপি আসাদ

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি বাঘা শাহ আবদুল হামিদ দানিশ মন্দ (রহ.) মাজার জিয়ারত করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে তিনি মাজার জিয়ারত করেন।
এ সময় এমপির সাথে ছিলেন বাঘা-চারঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক রায়হান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী, বাঘা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের নেতা নুর মোহাম্মদ তুফান, আ’লীগ নেতা কামাল হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা সুরুজ্জামান সুরুজ, প্রভাষক সানোয়ার হোসেন প্রমুখ।
পরে আসাদুজ্জামাম আসাদ বাঘা পৌরসভা পরিদর্শন করেন। পরে তিনি মেয়র আক্কাছ আলীর নিজ বাড়ি পাকুড়িয়ায় মধ্যাহৃ ভোজে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ