বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর বাঘায় মোটর সাইকেলের ধাক্কায় মর্জিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বাঘা-চারঘাট মহাসড়কের ছাতারী আখক্রয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটেছে। মর্জিনা বেগম বলিহার গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নিজ বাড়ি থেকে রাস্তার পূর্ব দিন থেকে পশ্চিম দিকে পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী মোটর সাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ