মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মোটর সাইকেলের ধাক্কায় ইমরান আলী (৫৩) নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) বিকাল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমরান আলী উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত মহেন আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বাঘা-আড়ানী সড়কের বাজুবাঘা নতুন পাড়া মসজিদের সামেন রাস্তা পার হচ্ছিলেন ইমরান আলী। এ সময় মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৩) দ্রুত মোটর সাইকেল নিয়ে বাঘার দিকে আসছিলেন। এ সময় মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় ছিঁটকে উভয়ে পড়ে গুরুতর আহতন হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। এরমধ্যে চা বিক্রিতা ইমরান আলীর অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।