বাঘায় রাতের আঁধারে চলছে পুকুর খনন

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় রাতের আধারে চলছে পুকুর খনন। উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা উচ্চ বিদ্যালযের পশ্চিমে তিন ফসলি জমিতে করা হচ্ছে পুকুর। এ বিষয়ে হরিনা গ্রামের হযরত আলীর ছেলে কামরুল ইসলাম ও মহসিন আলীর ছেলে মতিউর রহমান বাদি হয়ে সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাঘায় রাতের হরিনা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে মৃত আস্তান আলীর ছেলে মহব্বত আলী ও তুজাম আলীর ৫ বিঘা জমির উপর কাউকে তোয়াক্কা না করে তিন ফসলি আবাদি জমিতে পুকুর খননের কাজ চলছে। এ পুকুর খনন করা হলে বাড়িতে তাদের বসবাসের অসুবিধা হবে বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, পুকুর খননের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। কী কারণে বন্ধ করছে না, তা আমার জানা নেই।
এ বিষয়ে মহব্বত আলী ও তুজাম আলীর বলেন, প্রশাসনকে জানিয়ে নিজের জমিতে পুকুর খনন করা হচ্ছে। তবে কোনো অনুমতি আছে কী না জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেনি। তিনি বারবার বলছেন প্রশানকে জানিয়ে পুকুর খনন করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, কেউ যদি কোনো অনুমতি না নিয়ে পুকুর খনন করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ