মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় শারীরিক অসুস্থতার অভিমানে নাইম হোসেন (২৫) নামের এক যুবক আত্নহত্যা করেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। নাইম হোসেন উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে।
এ বিষয়ে নাইম হোসেনের মা নাজেরা বেগম জানান, ছেলে দুই মাস আগে পাশে অমরপুর গ্রামের তামান্নার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে ছেলে শারিরীক অসুস্থতা অনুভব করে। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষায় তার পেসাবের থলিতে ইনফেকশন ধরা পড়ে। চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক ঔষধ সেবন করছে। এ নিয়ে ছেলের মধ্যে হতাশা ও বিষন্নতা কাজ করছিল।
চারদিন আগে অনুমতি নিয়ে ছেলের স্ত্রী তামান্নার বাবার বাড়িতে যায়। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকাল ছেলে ফোনে ঘরে কথা বলতে শুনেছি। সকাল সাড়ে ৮ টার দিকে ছেলের ঘরের দরজা বন্ধ দেখে ডাকা হলেও কোন সাড়া না পেয়ে প্রতিবেশির সহায়তায় জানালা ভেঙে ঘরের প্রবেশ করে তাকে তীরের সাথে ঝুলতে দেখা যায়।
পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নাইমের স্ত্রী তামান্না জানান, আমার ফোন নষ্ট থাকায় শুক্রবার সকাল ৭টার দিকে বাবার ফোনে নাইম ফোন করে আসতে চাই। আমি আসতে বলি। প্রায় পাাঁচ-ছয় মিনিট কথা হয়। পরে আর কথা হয়নি।
বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।#