বাঘায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:বাঘায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ৮ ফেব্রুয়ারি নবম শ্রেণির ক্লাসে যান। এ সময় এক ছাত্রীর শ্লীলতাহানি করেন। ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানালে কতিপয় লোক স্কুলে চড়াও হয়ে ওই শিক্ষককে মারপিট করে। এতে ওই শিক্ষকের মাথায় ও ডান হাতের বাহু, ডান হাতের দুটি আগুল ভেঙ্গে গেছে। তবে এ ঘটনায় ছাত্রীকে আপত্তিজনক স্থানে স্পর্শ করা হয়েছে মর্মে শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, নবম শ্রেণির শিক্ষার্থী নদী ইসলাম ও নদী খাতুন, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাফিল হোসেন। পরে প্রধান শিক্ষক আবদুস সাত্তার মানববন্ধনে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার করার প্রতিশ্রুদি দেন।
প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিক্ষার্থীদের আশস্ত করেছি। এরপরও তারা শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ