বাঘায় শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর বাঘায় শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল পদত্যাগ করেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিদ্যালয় মাঠে বিক্ষোভ শুরু করে।

অবশেষে বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাদা কাগজে তিনি লিখেন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেচ্ছায় পদত্যাগ করে অবসর গ্রহণ করলাম। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। রফিকুল ইসলাম বকুল উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দিকে দূর্নীতির অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসানের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল বলেন, আমি সময়মতো বিদ্যালয়ে আসি। অ্যাসেমলি শেষে প্রথম ক্লাস শেষ হয়। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা ক্লাশ বাদ দিয়ে বাইরে এসে আমার ও উপজেলা শিক্ষা অফিসারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে। আমি নিজের সম্মান রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষরিত সিল মেরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমার কার্যালয়ে এসে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ