রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
বাঘায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে এই সমাপনিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবুল ইসলাম, মোহাম্মদ আলী দেওয়ান, হাবিবুর রহমান, রফিজ উদ্দিন, রবীন্দ্রনাথ প্রমুখ।#