বাঘায় শীতের কারণে ১৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


বাঘায় কনকনে ঠান্ডার কারণে ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলা শিক্ষা কর্মকর্তা রোববার ও সোমবার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। সেই নির্দেশনা মোতাবেক দুইদিন থেকে বন্ধ রয়েছে।

এ বিষয়ে আড়ানী প্যারাগণ কিন্ডার গার্টেনের পরিচালক সাইফুল ইসলাম নান্নু বলেন, শীতের কারণে উপজেলার সব কিন্ডার গার্ডেন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা আরও নিচে নেমে গেলে ছুটি বাড়ানো হবে নির্দেশনা রয়েছে। আমরা উপজেলার সব কিন্ডার গার্ডেন স্কুল পাঠদান বন্ধ রেখেছি।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন স্কুল বন্ধ থাকবে সোমবার পর্যন্ত থাকবে। তবে শীতের তীব্রতা ও সর্বনিম্ন তাপমাত্রা আরও কমলে ছুটি বাড়তে পারে।

উপজেলার ৭৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ২২ টি কেজি স্কুল, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ৯ টি দাখিল মাদ্রাসা, ব্র্যাক স্কুল ৮ টি সহ মোট ১৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার ও সোমবার ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকাv জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। আড়ানীর ইয়ারুল ইসলাম বলেন, ফজরের নামাজ আদায় করে কাজের জন্য স্থানীয় মোড়ে এসে বসে ছিলাম। সকাল ৯টা পার হয়ে যাচ্ছে, কেউ কাজে ডাকছেনা। পরে বাধ্যহয়ে বাড়ি ফিরে যায়। শুধু ইয়ারুল নয়। তার মতো অনেকেই দিনমজুর এই শীতে কাজ পাচ্ছে না।

এদিকে বিভিন্ন ফুটপাতে খোলা আকাশের নিচে থাকা ভাসমান মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। শীতের হাত থেকে বাঁচতে রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত থেকে বাঁচার চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে টিএইচএ ডা. আসাদুজ্জামান বলেন, শীত বাড়ায় ঠান্ডাজনিত নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে বর্তমানে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়েছে। তবে ভর্তি রোগীর চেয়ে বহির্বিভাগে রোগীর সংখ্যা এখন বেশি। তবে পরিস্থিতি যে খুব খারাপ, এমনটা নয়। শীতের সময় রোগী বাড়ে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকছে। আকাশে রোদ না ওঠায় কুয়াশাচ্ছন্ন থাকছে । আর এর কারণে দীর্ঘসময় ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ