বাঘায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

আপডেট: জানুয়ারি ২১, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় ইমাদুল হক (৪২) নামের গরু ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। ইমাদুল হক উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর খুদেছয়ঘটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।

জানা গেছে, ১৮ জানুয়ারি সকালে চারঘাট থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ির দিকে আসছিলেন। সে বাঘা-চারঘাট সড়কের আটঘরিয়া মোড়ে মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সে মারা যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অ.ফ.ম আসাদ্দুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version