রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় সরকারি রাস্তার কাটা গাছের ফাঁড়াই করা কাঠ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে তেঁথুলিয়া বাজারের মনিরুল ফার্ণিচার থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা আক্তার ডলি এই কাঠ উদ্ধার করে।
জানা গেছে, বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের আবদুল খালেকের ছেলে নুরুজ্জামন বুধবার (৬ নভেম্বর) রাতে খোকন মোড়-পীরগাছা রাস্তার মাঝে মেহগনির একটি সরকারি গাছ কেটে নেয়। এই একই গ্রামের উজ্জল হোসেনের কাছে বিক্রি করে। উজ্জল হোসেন তেঁথুলিয়া বাজারের মনিরুল ইসলামের ফার্ণিচারের ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি করে।
মনিরুল ইসলাম গাছ ক্রয় করার সাথে সাথে স্বমিলে গিয়ে ফাঁড়াই করে তার ফার্ণিচারে রাখেন। এ বিষয়ে স্থানীয়রা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাঁড়াই করা কাঠ উদ্ধার করে।
এ বিষয়ে তেঁথুলিয়া বাজারের মনিরুল ফার্ণিচারের মালিক মনিরুল ইসলাম বলেন, একটি ভ্যানে করে উজ্জল হোসেন নামের এক ব্যক্তি কাঠ নিয়ে আমার কাছে আসেন। ৬০০ টাকা প্রতি সেপ্টি হিসেবে ৮ সেপ্টি কাঠ ৪ হাজার ৮০০ টাকা দিয়ে ক্রয় করি। এই কাঠ সরকারি বলে জব্দ করে নিয়ে গেছে। ভ্যান চালকের বাবা একজন কাঠ ব্যবসায়ী হওয়ায় এই কাঠ ক্রয় করা হয়েছিল। আগে বুঝতে পারলে এ কাঠ ক্রয় করতাম না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা আক্তার ডলি বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে কাঠগুলো জব্দ করে আড়ানী ভূমি অফিসে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।