সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর শামছুল আলম এর উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের সভাপতি সাইদুর রহমান। সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন ১ কোটি ৪৫ লক্ষ ৬৬ টাকা ব্যয় করে প্রায় ২৫০ জনের শিশু ও বৃদ্ধাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেন।
সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকতনের আয়োজনে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিতব্য ভবনের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ কো- অর্ডিনেটর মসলেম আলী ফকির।
এ সময় বক্তব্য রাখেন সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল, তত্বাবধায়ক শাহদৌলা আল মুনসুর প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন সমেশ ডাক্তার সহধর্মিণী মেহেরুন্নেছা,গড়গড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ করিম টিপু,বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, সদস্য আমানুল হক আমান,আসলাম আলী, গোলাম তোফাজ্জল কবীর মিলন প্রমুখ।
সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের নতুন ভবন উদ্বোধনের আগে প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন সমেশ ডাক্তার শারীরিকভাবে অসুস্থ থাকায় তার জন্য দোয়া করে মোনাজাত করা হয়।