বাঘায় সহিংসতা ও মাদক মামলায় গ্রেপ্তার ৪

আপডেট: জুলাই ২৯, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় সহিংসতা ও মাদক মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কালাম মিয়া ও বিমল চন্দ্র সরকারকে বাঘা উপজেলার হাবাসপুর এলাকা থেকে বাবুল হোসেন ও একলাচুর রহমান নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কালাম মিয়া (৪৯), নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত ভবেশ চন্দ্র সরকারের ছেলে বিমল চন্দ্র সরকার (৫২), বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া মাহাবুর রহমানের ছেলে একলাচুর রহমান (২৭), মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের আযুব আলী ছেলে বাবুল হোসেন (৩৬)। তাদের মধ্যে বাবুল হোসেনকে সহিংসতা অভিযোগের মামলায় অন্যদের মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাবুল হোসেনকে সহিংসতার মামলায় অন্য তিনজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।