বাঘায় সাংবাদিক গফুর আর নেই

আপডেট: জুলাই ১১, ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি  :


রাজশাহীর বাঘায় সিনিয়র সাংবাদিক আবদুল গফুর প্রামানিক ইন্তেকাল করেছেন। বুধবার (১০ জুলাই) রাত ৮:১৫ মিনিটে নিজ বাড়ি উপজেলার আড়ানী রেললাইনের দক্ষিণে জোতরঘু গ্রামে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমুত্র রোগে ভুগছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন পেশায় হোমিও চিকিৎসক ছিলেন। আব্দুল গফুরের জীবদ্দশায় প্রায় ৫০ বছর সাংবাদিকতা পেশায় থেকে জাতীয় দৈনিক ভোরের ডাক ও রাজশাহী থেকে প্রকাশ জাতীয় দৈনিক বার্তার উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

এছাড়া তিনি বাঘা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যেজ্জল ব্যক্তি আব্দুল গফুর এলাকার বাইরেও হোমিও চিকিৎসক ও সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।

এ বিষয়ে সাংবাদিক আবদুল গফুর প্রামানিকের একমাত্র ছেলে মাহমুদ আক্তার বাবু জানান, বুধবার (১০ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে তিনি মারা যান। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় আড়ানী কেন্দ্রীয় ঈদগায়ে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

এদিকে আব্দুল গফুরের মৃত্যুতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।#

 

এ বিভাগের অন্যান্য সংবাদ