রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আরিফুল ইসলাম উপজেলার হরিরামপুর গ্রামের সাইদুর ইসলামের ছেলে।
জানা গেছে, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে দীর্ঘদিন পালিয়ে ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সুপ্রভাত মন্ডল বলেন, আরিফুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামী ছিল। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।