রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর বাঘায় হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাঘা থানাধীন ৫ নং বাউশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আড়পাড়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে শামীম আহম্মেদ নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
এসময় হেরোইন ৪৮ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১৫৯ পিস, মোবাইল ১ টি, সীম কার্ড ২ টি জব্দ করা হয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত আলামত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো।
তার বিরুদ্ধে জেলার বাঘা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয়।