মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ২১ লক্ষ টাকা আত্মসাত অভিযোগে তুষার আহমেদ নামে একজন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাতে চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, রুস্তম আলী (৬০) চারঘাট উপজেলার খরের বাড়ি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে চার বছর আগে বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ‘নিলয় ট্রেডার্স অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং’ নামে একটি শাখা চালু করেন। এরপরএকই উপজেলার মুক্তার আলীর ছেলে তুষার আহমেদকে (২৬) সেখানে হিসাব রক্ষক পদে নিয়োগ দেন।
তুষার আহমেদ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি (২) এর অধীনে একাধিক গ্রাহকের আদায় করা বিদ্যুৎ বিলের ২০ লক্ষ ৯২ হাজার ৮৬৪ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজে আত্মসাত করেন।
এ ঘটনায় ব্যাংকের (শাখা) পরিচালক রুস্তম আলী বুধবার (১৩ মার্চ) সকালে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) সোহেব খান জানান, অভিযোগের ভিত্তিতে তুষারকে আটক করা হয়েছে। তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।