শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ছাত্রীর মা বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর দুপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে চকএনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অফিস কক্ষে ডেকে নেয়। এ সময় অফিসে কেউ ছিলনা। এ সুযোগে ছাত্রীর আপত্তিকরস্থানে হাত দেয়। সে বাড়িতে এসে তার পিতা-মাতাকে অবগত করে। পরে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে গেলে উল্টো বিভিন্নভাবে হুমকি দেয়। পরে ঘটনাটি স্থানীয়দের অবগত করা হয়।
তারা ব্যবস্থা করে দিবেন বলে আস্বাস দেন। কিন্তু ১৩ দিনেও কোন ব্যবস্থা না করে দেওয়ায় ছাত্রীর মা বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের মোবাইল ফোনে মঙ্গলবার বিকাল ৫টার দিকে একাধিকবার ফোন দিয়েও ফোন বন্ধ পাওয়া গেছে।
মামলার তদন্ত অফিসার বাঘা থানার এসআই নাসির উদ্দিন তুহিন বলেন, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়েছে। আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।