বাঘায় ৭১০ বোতল ফেনসিডিল ও ১টি নৌকা জব্দ

আপডেট: জুন ১৪, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় ৭১০ বোতল ফেনসিডিল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) ভোর ৪টার দিকে বিজিবি সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল ও একটি নৌকা জব্দ করা হয়।

এ বিষয়ে মীরগঞ্জ ক্যাম্পের বিজিবি নায়েব মাসুদ রানা বলেন, বিজিবি গোপন সংবাদ জানতে পারে ভারত থেকে বিপুল পরিমাণের ফেনসিডিলের চালান উপজেলার হরিরামপুর সীমান্ত এলাকা দিয়ে আসছে। এ সময় হরিরামপুর পদ্মার চরে অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ফেনসিডিল ও নৌকা রেখে পালিয়ে যায়। পরে এগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ