বাঘার আম রফতানির জন্য ব্যাগিং প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘার কম খরচে কিভাবে ভালো আম বিদেশে রফতানি করে লাভবান হওয়া যায় সে সম্পর্কে ‘ফুট ব্যাগিং’ প্রযুক্তির সঠিক ব্যবহার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার কৃষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বালাইনাশক কম্পানি র‌্যাভেল গ্রুপের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে কৃষক আজিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন র‌্যাভেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম আতিকুর রহমান লায়ন। সভায় বিশেষ অতিথি ছিলেন আম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শারফ উদ্দিন, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম। কর্মশালায় বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজনীন সুলতানা, কৃষি কর্মকর্তা হাফিজুর, স্থানীয় ডিলার শাহিনুর রহমান, কৃষক গোলাম মোস্তফা, রেজা, মহাসিন আলী প্রমুখ। এই বছর আম মৌসুমে কিভাবে উন্নত পদ্ধতিতে ভালো আম ব্যাগিং করে বিদেশে রফতনি করা যায় সে সম্পর্কে কৃষকদের মাঝে বক্তব্য উপস্থাপন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ