রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল প্রতীকে ৩২ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৯ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আবদুল মোকাদ্দেস আলী টিয়া প্রতীকে ২৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব লীগের সভাপতি কামরুজ্জামান রিপন বই প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৯২ ভোট। আরেক প্রার্থী মেহেদী হাসান টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৫৭ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন ফুটবল প্রতীকে ২৫ হাজার ৫৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা কলস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪৯৬ ভোট।
আরেক প্রার্থী পেয়েছেন ফারহানা দিল আফরোজ রুমি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২০৮ ভোট।
ফলাফল বেসরকারিভাবে বুধবার রাত সাড়ে ১০টায় প্রকাশ করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার তরিকুল ইসলাম।