বাঘার তাসনুবা অঙ্কে অংশ দৌঁড়ে বিভাগে প্রথম

আপডেট: মার্চ ১, ২০১৭, ১:০৬ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসনুবা জামান অঙ্ক দৌঁড় প্রতিযোগিতায় বিভাগে প্রথম হয়েছে।

আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা খাতুন বলেন, গতকাল মঙ্গলবার আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা রাজশাহী টিাটআই মাঠে অনুষ্ঠিত হয়। এই অঙ্ক দৌঁড়ে আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসনুবা জামান অংশগ্রহন করে। অঙ্ক দোঁড় প্রতিযোগিতায় বিভাগের মধ্যে প্রথমস্থান অর্জন করে। খেলা শেষে তার হাতে পুরুস্কার তুলে দেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক আবুল খায়ের। তাসনুবা জামান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদের দ্বিতীয় মেয়ে।
আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খাতুন বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু খেলাধুলাতে নয়, পাশাপাশি লেখাপড়াতে যথেষ্ঠ সুনাম রয়েছে। আশা করছি আগামীতে তাসনুবা জামান সারাদেশের মধ্যে প্রথমস্থান অর্জন করবে।