বাঘার মাদক ব্যবসায়ী চপল আলীকে গ্রেফতার

আপডেট: জানুয়ারি ১১, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল শনিবার (১১ জানুয়ারি) ৪:১৫ ঘটিকায় জেলার বাঘা থানার আলাইপুর থেকে মাদক ব্যবসায়ী আসামী চপল আলী (৩৮)কে গ্রেফতার করেছে। চপলের পিতা আলাইপুরের- মৃত খামেদ। খবর বিজ্ঞপ্তির।

ধৃত আসামীর কাছ থেকে ফেন্সিডিল-১৬১ বোতল, হেরোইন-৫০ গ্রাম, মোবাইল ১টি, সিম কার্ড ০১টি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাঘা থানার আলাইপুর এলাকায় আসামীর বাািড়তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। যার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও হেরোইন রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ