বাঘার রুস্তমপুর গরু হাটে অবৈধ দোকান সরানোর নোটিশ

আপডেট: মার্চ ২৪, ২০১৭, ১২:১৬ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পক্ষ থেকে রুস্তমপুর গরু হাট-বাজারে অবৈধ দোকান সরিয়ে জন্য নেওয়ার নোটিশ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর মেয়র নিজে রুস্তমপুর বাজারে উপস্থিত হয়ে এই নোটিশ প্রদান করেন। নোটিশে এক মাসের সময়ও দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে অবৈধ দোকান সরিয়ে না নিলে আইনী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বিষয়টি নিশ্চি করে করে বলেন, অবৈধ দোকান বসার কারনে হাটের দিন জানজোট সৃষ্টি হয়। ফলে জানজোট মৃক্ত করতে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার নোটিশ প্রদান করা হয়েছে।