বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপহরণ ও ছিনতাই মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুুলিশ। এসময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। গত সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারি পরোয়ানায় উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে শাহিনুর রহমান, অপহরণ মামলায় খায়েরহাট গ্রামের কসিম উদ্দীনের ছেলে আশাদুল ইসলাম এবং গত ২২ অক্টোবর উপজেলার তেঁথুলিয়া এলাকায় মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই মামলায় ক্ষুদি ছয়ঘটি গ্রামের মোলাম হোসেনের ছেলে মুক্তার হোসেনকে ছিনতাই হওয়া মোবাইলসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।