বাঘায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক নারীকে মারপিট

আপডেট: মার্চ ২৯, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জমি নিয়ে বিরোধের জের ধরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আদরী বেগম নামের এক নারীকে মারপিটে আহত করার অভিযোগ উঠেছে। আহত আদরী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়ানী চকরপাড়া গ্রামের ইয়াসিন প্রামানিকের স্ত্রী আদরী বেগম এক একর তিন শতাংশ জমির উপর দেড় বছর থেকে বাড়ি করে বসবাস করছে। এই বাড়ির জমির উপর ১০ বছর আগে রোপণ করা ৩৫টি আম ও ৪৩টি মেহগুনি গাছ আছে। গত রোববার সকালে আম গাছে বিষ স্প্রে করছিল আদরী বেগমের লোকজন। এসময় একই গ্রামের আশরাফ আলী, সিদ্দিক আলী, নুরুল হক, তাহেরা বেগম, মোমেনো বেগম, ফাইমা বেগমসহ ছয়জনের একটি দল জোরপূর্ববভাবে বিষ স্প্রে করা একটি মেশিন, দুইটি বালতি, একটি ড্রাম নিয়ে যায় এবং আদরী বেগমকে মারপিটে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
এই ঘটনায় আদরী বেগমের ছেলে মাহাবুর রহমান বাদী হয়ে ওইদিন বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন থেকে এই জমি নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ২০১৫ সালের ২১ ডিসেম্বর ১৪৪ ধারা জারি করেন। সেই মোতাবেক বাঘা থানার পুলিশ গত ৩০ জানুয়ারি ১৪৫ ধারার নোটিশ প্রদান করেন। তারপরও প্রতিপক্ষরা জোরপূর্বকভাবে বাড়ি উচ্ছেদ করে জমি দখল করার চেষ্টা করছেন। তবে এ অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন অভিযুক্ত আশরাফ আলী।
তদন্ত কর্মকর্তা বাঘা থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ