মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ২০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মুন্নাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের এএসআই সাহাদুল ইসলাম আহত হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার নওটিকা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নওটিকা গ্রামের আবুল কামার হোসেনের ছেলে ২০টি মামলার ওয়ারেন্টভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মুন্নাফ হোসেন (৪০)। তিনি দীর্ঘদিন থেকে ওই এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানি করে আসছিল। তার নামে বাঘা থানায় আটটি ডাকাতি ও দুইটি চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া তার নামে গোদাগাড়ি, দূর্গাপুর, চারঘাট, পুটিয়া, লালপুর, বাগাতিপাড়া থানায় আরো ১০টি ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। গত শনিবার নিজ বাড়িতে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে এএসআই সাহাবুল ইসলাম আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া মুন্নাফকে গ্রেফতার করে থানায় আনার পর, হাত থেকে হ্যানকাফ খুলে থানা জেলহাজতে নেয়ার সময় পালানোর চেষ্টা করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, কিছুদিন থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিক্তিকে তাকে আটক করা হয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের প্রধান। তার নামে বাঘা থানায়সহ বিভিন্ন থানায় ২০টি মামলার ওয়ারেন্ট রয়েছে। গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।