বাঘায় ইউএনওকে বিদায়ী সংর্বধনা

আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ৯:৪৭ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারকে (ইউএনও) বিদায়ী সংর্বধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এই সংর্বধনা দেয়া হয়।
বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকরা বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদায়ী ইউএনও শারমিন আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা। সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক লালন উদ্দিন, সদস্য আব্দুল হামিদ মিঞা, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, সুব্রত কুমার, মোস্তফিজুর রহমান, আবদুস সালাম
প্রমুখ।

উল্লেখ্য,বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বদলি হয়ে পাশ্ববর্তী লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্মতা হিসেবে বুধবার যোগদান করবেন বলে জানা গেছে। বাঘায় যোগদান করবেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ