বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ইন্টারনেটের ওয়াই-ফাই লাইনের সংযোগ দেয়াকে কেন্দ্র করে আতিকুর রহমান পিন্টু নামের এক যুবককে ধারালো দেশিও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার মনিগ্রামের তুলসিপুর মাদ্রাসা এলাকায় মঙ্গলবার (২৮মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। আতিকুর রহমান পিন্টু বাঘা পৌরসভার ছাতারীগ্রামের সাবেক মেম্বার আবদুল মজিদের ছেলে।
জানা যায়, ওয়াই-ফাই ও ডিসলাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তার নিয়ে মনিগ্রাম ইউনিয়ন মেম্বার মুকুল হোসেন ও একই এলাকার আফাজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার আফাজউদ্দিনের পাটনার আতিকুর রহমান পিন্টু ওয়াই-ফাই লাইনের তার দিয়ে মনিগ্রাম তুলসিপুর গ্রামের রাজিব হোসেনের বাড়িতে সংযোগ দিচ্ছিলেন। এ সময় মনিগ্রাম ইউনিয়ন মেম্বার মুকুল হোসেনসহ ৬-৭ জনের একটি দল সংযোগ দেওয়া অবস্থায় লোহার রড় ও ধারালো দেশিও অস্ত্র দিয়ে আতিকুর রহমান পিন্টুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আতিকুর রহমান পিন্টু আতœ ভয়ে পাশে এক বাড়িতে আশ্রয় নিয়ে ৯৯৯ ফোন দিলে বাঘা থানার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ওয়াই-ফাই ও ডিস লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মেম্বার মুকুল হোসেন ও আফাজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৭ মার্চ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছিল। শুনেছি আবারও মারামারি হয়েছে। তবে উভয়ে আওয়ামীলীগের স্থানীয় রাজনীতির সাথে জড়িত।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।