শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ইরানী নাগরিককে লাঞ্ছিত করার অভিযোগে আটক ২ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাঘা থানার উপ-পুলিশ পরিদর্শক তারেক হাসান বাদি হয়ে তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইরানি নাগরিককে লাঞ্ছিত করে উপজেলার মনিগ্রাম বাজারের মোবাইল ব্যবসায়ী ইয়াজুল ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল গনির ছেলে আরিফুলসহ ৩ জন।
জানা যায়, কার্ডরিডার বেচাকেনার টাকা নিয়ে ইরানি নাগরিককে লাঞ্ছিত করে উপজেলার মনিগ্রাম বাজারের মোবাইল ব্যবসায়ী ইয়াজুল ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল গনির ছেলে আরিফুল। এই অভিযোগে পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। তবে তাদের আটকের পর রাত পৌনে ৮ টার দিকে ইয়াজুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০০ ইউএস ডলার উদ্ধার করা হয়েছে। ইরানি তিন নাগরিক আলীনা জাফি, তার স্ত্রী আলী লিমু আবসাদ, বন্ধু আলী আহমাদুল একটি মাইক্রো যোগে ইশ^রর্দী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা উপজেলার মনিগ্রাম বাজারে থেমে মোবাইল ব্যবসায়ী ইয়াজুলের দোকান থেকে একটি কার্ডরিডার কেনেন। দাম নেয়ার জন্য এক হাজার টাকার নোট দেন। ইয়াজুল মূল্যে বাবদ ৫০ টাকা রেখে বাকি ৯৫০ টাকা ফেরত দেন। পরে ফেরত দেয়া টাকার মধ্যে থেকে ইরাকী নাগরিক একটি নোট পরিবর্তন করে দেয়ার জন্য অনুরোধ করেন। এই নিয়ে তাদের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে তাদের ছিনতাইকারি আখ্যা দিয়ে তাদের কিল ঘুষি মেরে লাঞ্ছিত করেন। এই সময় তাদের কাছে থাকা ইউএস ডলারসহ মানিব্যাগটি কেড়ে নেই। পরে ডলারসহ মানিব্যাগটি দোকানের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। তবে মারপিটের সময় ইরানি নাগরিকই মানিব্যাগটি ফেলে দেন বলে দাবি করে ইয়াজুল।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, ডলারসহ মানি ব্যাগটি ফেরত দেয়া হয়েছে। অভিযুক্তরা ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কারণে তারা মামলা করতে রাজি হয় নি। তবে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।