বাঘায় এক ইমো হ্যাকার আটক

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় আবদুল আলিম (২৬) নামের এক ইমো হ্যাকারকে আটক করা হয়েছে। সোমবার (৩০) জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিকে বাঘা থানার পুলিশরোববার রাত ১১টায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আবদুল আলিম বাঘা পৌরসভার নতুনপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

বাঘা থানার সাব-ইন্সপেক্টর তৈয়ব আলী জানান, দীর্ঘদিন থেকে এলাকায় ইমো হ্যাকিং করে মানুষের সাথে প্রতারনা করে আসছিল আবদুল আলিম।এই অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ২টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আটক আবদুল আলিম দীর্ঘদিন থেকে ইমো-বিকাশ হ্যাকিং ডাকাতের সাথে যুক্ত ছিল। এ অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার নামে ডিজিটাল আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সাথে আরো যারা যুক্ত আছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ