বাঘায় এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় গণউপদ্রবের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই কারাদ- প্রদান করেন।
জানা যায়, উপজেলার কিশোরপুর গ্রামের আজদার রহমানের ছেলে সোহেল রানা এলাকায় গণউপদ্রপ করে শান্তি ভঙ্গ করে আসছিল। এলাকার লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে থানায় আনে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলাম ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ