বাঘায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, হিরোইন ও ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার কিশোরপুর হাজিপাড়া ১০ পিচ ইয়াবাসহ মাজদার রহমানের ছেলে আনিছুর রহমান, ১শ গ্রাম গাঁজাসহ মহদীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে ইজদার আলী, ২১ পুরিয়া হিরোইনসহ মহদীপুর গ্রামের আজিজুর হকের ছেলে আলমগীর হোসেন, কলাবাড়িয়া গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে শাহাদুল ইসলামকে আটক করা হয়। এছাড়া গাঁজা সেবনের দায়ে মনিগ্রাম পশ্বিমপাড়ার মৃত নঈমুদ্দীন মন্ডলের ছেলে ময়েজ উদ্দীন, ওয়ারেন্টভুক্ত মীরগঞ্জ গ্রামের মাহাবুব হোসেনের স্ত্রী চুমকি বেগম, হাবাশপুর গ্রামের মৃত খলিল মন্ডলের মেয়ে সুফিয়া বেগমকে পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।