মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি মাহাবুবুর আলম ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের নাসির উদ্দীনের ছেলে মাহাবুবুর আলমের নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিক্তিতে মাহাবুবুর আলমকে ও গোকুলপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে মাসুদ রানাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।