সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল মানিকের ছেলে আলামিন হোসেন, আড়ানী গোচর গ্রামের মৃত তাছের প্রামানিকের ছেলে মুন্টু হোসেন, মনিগ্রাম হাবাশপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আমিন আলীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।