বাঘায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

আপডেট: জুলাই ২৯, ২০১৭, ১২:৪৫ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোকুলপুর গ্রামের বানেজ উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম ওরফে মিঠু (৩০) এবং হরিরামপুর গ্রামের খোকা প্রামানিকের ছেলে জান মোহাম্মদ জানু (৫০)।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের নামে লালপুর ও বাঘা থানায় দায়ের করা মামলার আদালতের ওয়ারেন্ট জারি হয়। গোপন সংবাদের ভিক্তিতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।