শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহাজনপাড়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংসদ শাহরিয়ার আলমের বাবা সমাজসেবক সামসুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ, আওয়ামী লীগের নেতা জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।