বাঘায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর স্বামীর দোকান দখলের অভিযোগ

আপডেট: মার্চ ১৩, ২০১৭, ১২:২২ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম এক গৃহবধূকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তার স্বামীর চায়ের দোকানে নৌকা টানিয়ে দখল করে নিয়েছে। এছাড়া তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়িঘর ঘেরাও করে রাখেন।
ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যা ৫টার দিকে ঝিনা রেলগেট এলাকায়। এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে ওইদিন রাতেই মেম্বরকে অভিযুক্ত করে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আড়ানী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বিষয়টি অস্বীকার করে বলেন, দোকান ঘরটি আওয়ামী লীগের ক্লাব ছিল। তার কাছে ভাড়া দেয়া হয়েছিল। সঠিকভাবে ভাড়া দিতে না পারায় নৌকা টানিয়ে দেয়া হয়েছে।
আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম নান্টু বলেন, এই ওয়ার্ডে একটি আওয়ামী লীগের ক্লাব আছে। তবে এটি কখনোও আওয়ামী লীগের ক্লাব ছিলো কিনা আমার জানা নেই।
আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম বলেন, দোকানদারের বাবা ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীন নেতা ছিল। এক সময় দল করতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে তাকে এই জায়গা দেয়া হয়েছিল। এই জায়গাটি রেলওয়ের জমি। সেখানে একটি আধাপাকা ঘর তুলে চায়ের দোকান দিয়ে তিনি ব্যবসা করে আসছে। তবে শুনেছি এই দোকান ঘর আওয়ামী লীগের লোকজন নৌকা টানিয়ে দখলে নিয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, এক গৃহবধূকে কুপ্রস্তার ও দোকান ঘর ভাঙচুর এবং দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ