শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী ইসলামী একাডেমী কারিগরি ও কৃষি কলেজের আয়োজনে কলেজ মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল কাদের, ও বেসরকারি এক এনজিও’র প্রোগ্রাম ডিরেকটর খন্দোকার আশরাফুল ইসলাম। পরে জেএসসি, এসএসসি’র ৭০ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট দেয়া হয়েছে।