শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
আমানুল হক আমান, বাঘা
রাজশাহীর বাঘায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠে মাঠে গমের ফলন দেখে কৃষকের মনে যথেষ্ট আশার সঞ্চার হয়েছে। সহজ আবাদ, ন্যূনতম সেচ, সার ও ওষুধ ব্যবহারের ফলে ব্যাপক গমের আবাদ হয়েছে উপজেলায়।
সুষ্ঠু কর্মপরিকল্পনায় মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ ও চাষাবাদ প্রযুক্তি হস্তান্তরের কারণে উপজেলায় চলতি মৌসুমে গমের আবাদে বিপ্লব ঘটাতে পারে বলে কৃষকদের ধারণা। বর্তমানে মূল্য ভালো পাওয়ার কারণে উপজেলায় গমের আবাদ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ব্যাপক গমের আবাদ হয়েছে।
উপজেলায় ৬ হাজার ৩৯০ হেক্টর জমিতে গমের আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ৪৭০ হেক্টর জমিতে গমের আবাদ করেছেন কৃষক। লক্ষমাত্রার চেয়ে ৭৭ হেক্টর বেশি জমিতে গমের আবাদ হয়েছে।
আড়ানী গোচর গ্রামের আবুল কালাম বলেন, মাঠে রোপণকৃত গম ভালো আছে। আবহাওয়া ভালো থাকলে ফলন আশানুরুপ হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম বলেন, উৎপাদনের লক্ষমাত্রা হেক্টর প্রতি তিন মেক্ট্রিক টন ফলন আশা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষক ভালোভাবে মাঠ থেকে গম কেটে ঘরে তুলতে পারলে উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।